‘মোদি পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন’, ফেক মন্তব্য পোস্ট করায়, গ্রেফতার রেলকর্মী

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পূর্ব বর্ধমানে এক রেল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আউশগ্রাম থানার পুলিশ শনিবার রাতে ইমারুল শেখ ওরফে স্বপন শেখ (৫০) নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পিচকুড়ির ঢাল এলাকার বাসিন্দা এবং বর্তমানে বর্ধমান স্টেশনে রেলে কর্মরত। রবিবার তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্বপন শেখ ফেসবুকে একটি পোস্ট করেন যা ‘দেশবিরোধী’ বলে অভিযোগ উঠেছে। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও তৈরি করেছিলেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।” ক্যাপশনের সঙ্গে ছিল হাসির প্রতীক এবং পাকিস্তান ও বাংলাদেশের পতাকার ছবি।
মিথ্যা ও উস্কানিমূলক এই পোস্ট করার পর স্বপন শেখ কয়েকজন বন্ধুর পরামর্শে পোস্টটি দ্রুত ডিলিট করে দেন। তবে তিনি ডিলিট করার আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এরপরই পুলিশ পদক্ষেপ নেয়। গুসকরা ফাঁড়ির পুলিশ শনিবার বিকেলে স্বপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং রাতের দিকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, স্বপন শেখ দুই ভাই। তাঁর বাবা সিরাজ শেখও রেলে চাকরি করতেন। প্রায় সাত বছর আগে তাঁর মৃত্যুর পর স্বপন সেই চাকরি পান এবং বর্তমানে তিনি বর্ধমান স্টেশনে কর্মরত। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বপন শেখকে মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের মিটিং-মিছিলগুলিতেও দেখা যেত।
প্রধানমন্ত্রীকে নিয়ে এমন আপত্তিকর ও মিথ্যা তথ্য পরিবেশন করার অভিযোগে রেলকর্মীর গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনা সৃষ্টি হয়েছে।