“অশোক বনে হনুমান যা করেছিলেন, আমরা শুধু তাই করেছি”-কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (POK) ভারতীয় সেনাবাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এই অভিযানকে নৈতিক দিক থেকে সম্পূর্ণ স্বচ্ছ বলে দাবি করেছেন এবং ভারতের সামরিক পদক্ষেপকে ভগবান হনুমানের আদর্শের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, পহেলগাম হামলায় নিরপরাধ নাগরিকদের হত্যাকারীদেরই নিশানা করা হয়েছে।

গত মঙ্গলবার-বুধবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযানকে ২২ এপ্রিলের পহেলগাম জঙ্গি হামলার বদলা হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তান এই অভিযানকে জঙ্গি ঘাঁটি নয়, বরং অসামরিক নাগরিকদের উপর হামলা বলে দাবি করেছে। পাক তথ্যমন্ত্রী এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছেন।

‘অপারেশন সিঁদুর’-এর পর কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে প্রথম বিবৃতি দিতে গিয়ে রাজনাথ সিং এদিন বিএসএফ-এর এক অনুষ্ঠানে এই অভিযান সম্পর্কে বলেন, “আমরা ভগবান হনুমানের আদর্শ অনুসরণ করেছি। ঠিক যেমন তিনি অশোক বন ধ্বংসের সময় বলেছিলেন — ‘আমি শুধুমাত্র তাদেরই আঘাত করেছি যারা আমায় আক্রমণ করেছে’ — আমরাও তাদেরই নিশানা করেছি যারা আমাদের নিরপরাধ নাগরিকদের হত্যা করেছে।” এই উপমার মাধ্যমে রাজনাথ ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপের ন্যায্যতা বোঝানোর চেষ্টা করেন এবং নৈতিকভাবে ভারতকে স্বচ্ছ বলে দাবি করেন।

পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে বলেও দাবি করেন রাজনাথ সিং। তিনি বলেন, “আমাদের ভারতীয় সৈন্যরা অসাধারণ সাহস এবং বীরত্ব দেখিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে।” তিনি আরও বলেন, “নিখুঁততা, সতর্কতা এবং সংবেদনশীলতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা নির্ভুলতার সঙ্গে এবং পরিকল্পিত সময়সীমার মধ্যে অর্জন করেছি।” তিনি জোর দিয়ে বলেন, “কোনও অসামরিক জনগোষ্ঠী যাতে এতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করে অত্যন্ত সংবেদনশীলতা দেখিয়েছে সেনা।”

প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, এই অভিযানের একটি প্রধান লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া। তাই কেবলমাত্র তাদের শিবির এবং পরিকাঠামোকেই নিশানা করা হয়েছে। সতর্ক ভাবে চিন্তাভাবনা করে এবং সুপরিকল্পিত কৌশলের সঙ্গে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

রাজনাথ সিংয়ের এই বিবৃতি একদিকে যেমন ‘অপারেশন সিঁদুর’-এর যৌক্তিকতা ও নির্ভুলতা তুলে ধরল, তেমনই পাকিস্তানের অসামরিক নাগরিক হামলার দাবিকে পরোক্ষভাবে খণ্ডন করল এবং ভারতের সামরিক পদক্ষেপের নৈতিক ভিত্তি স্থাপন করার চেষ্টা করল। তিনি স্পষ্ট বার্তা দিলেন যে ভারত কেবল নিজেদের রক্ষা করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, তবে নিরপরাধ কাউকে নিশানা করা তাদের নীতি নয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy