বারাসতে তরুণী খুন ! দেহ ট্রিলিতে করে পাচার বাগুইআটিতে, সোশ্যালে পরিচয়, গ্রেফতার ফেসবুক বন্ধু ‘কৌশিক’

উত্তর ২৪ পরগনার বারাসতে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। মুর্শিদাবাদের এক তরুণীকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর দেহ একটি ট্রলি ব্যাগে ভরে বাগুইআটি এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মূল অভিযুক্ত কৌশিক প্রামাণিককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম রিয়া ধর এবং তিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিকের সঙ্গে নবগ্রামের রিয়া ধরের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্রেই প্রায় ১৫ দিন আগে রিয়া তাঁর স্বামীকে ছেড়ে মুর্শিদাবাদ থেকে কৌশিকের কাছে বারাসতে চলে আসেন এবং তাঁর সঙ্গে থাকতে শুরু করেন। রিয়া বাড়ি ছেড়ে আসার সময় নাকি বেশ কিছু সোনার গয়না ও টাকা সঙ্গে এনেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, কৌশিক সেই টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার পর রিয়ার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাইছিলেন না। রিয়া বিয়ের জন্য জোরাজুরি করাতেই কৌশিক তাঁকে খুন করেন বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও খবর, গত ২১ এপ্রিল বারাসতে রিয়া ধরকে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের পর দেহটি একটি ট্রলিতে ভরে সেটি লোপাটের চেষ্টা করে অভিযুক্ত কৌশিক। জানা গেছে, দেহ ভর্তি ট্রলি নিয়ে কৌশিক একটি ক্যাব ভাড়া করে বারাসত থেকে বাগুইআটি এলাকায় ঢোকে এবং সেখানে ট্রলিটি ফেলে দেয়। গত ২২ এপ্রিল সকালে বাগুইআটির রাস্তায় পড়ে থাকা ওই ট্রলি ব্যাগটি খোলা হলে রিয়ার মৃতদেহটি উদ্ধার হয়।
রিয়ার মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। যে ক্যাবে করে মৃতদেহ পাচার করা হয়েছিল, সেই ক্যাব চালকের সঙ্গে কথা বলে পুলিশ অভিযুক্ত কৌশিক প্রামাণিকের খোঁজ পায়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে কৌশিক একা এই কাণ্ড ঘটাল, নাকি তার সঙ্গে আর কেউ জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।