ভারতে থেকে ভারতের বিরুদ্ধেই কথা! জম্মু-কাশ্মীরের জঙ্গি হানায় পাকিস্তানের হয়ে সাফাই গেয়ে গ্রেফতার বিধায়ক

জম্মু-কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর বর্বর জঙ্গি হামলার পর ভারতের মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানের হয়ে সাফাই গাওয়ার অভিযোগ উঠল এক বিধায়কের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগে বৃহস্পতিবার অসমের এআইইউডিএফ দলের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে দেশদ্রোহিতার মতো মারাত্মক অভিযোগ।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে যে নৃশংস জঙ্গি হামলা ঘটেছিল, তারপরই বিধায়ক আমিনুল ইসলামের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি পরোক্ষভাবে জঙ্গিদের পক্ষ নিয়ে এবং পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখিয়ে কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটির ভিত্তিতেই নগাঁও জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে এবং বৃহস্পতিবার রাতে তাঁর নগাঁওয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিধায়কের এই মন্তব্যের পর তাঁর দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) দ্রুত বিষয়টি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আমিনুল ইসলামের মন্তব্য তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। এআইইউডিএফ প্রেসিডেন্ট বদরুদ্দিন আজমলও বিধায়কের মন্তব্যে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই কঠিন সময়ে দেশের এবং সরকারের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না এবং পহেলগাঁওয়ের হামলাকারীরা ইসলামের নিয়ম ভঙ্গ করেছে।

অন্যদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়ে দিয়েছেন যে তিনবারের বিধায়ক আমিনুল ইসলামের এই ধরনের মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, গ্রেফতার হওয়া বিধায়ককে আদালতে পেশ করা হবে এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি কড়া বার্তায় লিখেছেন, “যারা নিরীহ মানুষদের নির্মম হত্যাকাণ্ডকে সমর্থন করতে, স্বাভাবিক করতে বা লঘু করার চেষ্টা করছেন, তারা বাক স্বাধীনতার ব্যবহার করছেন না, বরং দেশের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন।” মুখ্যমন্ত্রী একইসঙ্গে পহেলগাঁওয়ের হামলায় নিহত ২৬ জন পর্যটকের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন।