Weather: ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, বাংলার ৯ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, জেনেনিন আপডেট

গত কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতি থেকে অবশেষে রেহাই মেলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর মাত্র দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে, যার ফলে ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। মালদা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি। এই পরিস্থিতি আরও দু’দিন বজায় থাকবে। তবে এরপরই আবহাওয়ার উল্লেখযোগ্য বদল ঘটবে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিন গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কিন্তু শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর টানা পাঁচদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে।

কলকাতাও এই ঝড়বৃষ্টি থেকে বঞ্চিত হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কিছু জায়গায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের মালদা জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে আরও তিনদিন। তবে শনিবার থেকে এই জেলার আবহাওয়ার পরিবর্তন হবে এবং গরম থেকে স্বস্তি মিলবে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং শিলিগুড়িতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামী তিন-চারদিন উত্তরবঙ্গের এই জেলাগুলিতে একইরকম আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদার বাসিন্দারা সপ্তাহের শেষ দিক থেকে গরম থেকে রেহাই পেয়ে ঝড়বৃষ্টির মনোরম আবহাওয়ার সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে।