কাশ্মীরে ঝরেছে হিন্দু রক্ত! জঙ্গি আসিফ ও আদিলের বাড়িই বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা, দেখুন ভিডিও!

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই হামলার সঙ্গে যুক্ত লস্কর-ই-তৈবা জঙ্গি আসিফ শেখের ত্রালের বাড়ি ভয়াবহ বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, বিজবেহারায় থাকা আরও এক জঙ্গি আদিল ঠোকারের বাড়িও একইভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী, প্রশাসনিক নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর যে হামলা হয়েছিল, তাতে চারজন জঙ্গি জড়িত ছিল বলে জানা গেছে। এদের মধ্যে আসিফ শেখ ত্রালের বাসিন্দা এবং আদিল গুরে অনন্তনাগের বাসিন্দা, দুজনেই স্থানীয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় তাদের সন্দেহ হয় যে বাড়ির ভেতরে বিস্ফোরক লুকিয়ে রাখা আছে। সম্ভবত সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এই আশঙ্কা করে সেনারা দ্রুত বাড়িটি থেকে বেরিয়ে আসে। বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়।

আসিফ শেখের বাড়ির ঘটনার পর, পহেলগাঁও হামলায় যার জড়িত থাকার প্রমাণ মেলে, সেই লস্কর-ই-তৈবা জঙ্গি আদিল ঠোকারের বিজবেহারার বাড়িও প্রশাসন কর্তৃক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়।