বাইক নিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা, দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, গুরুতর আহত ৩ পড়ুয়া

মালদার চাঁচল-২ ব্লকের এনায়েতনগর গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিন ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারজন ছাত্র একটি বাইকে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে যাচ্ছিল। এনায়েতনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে তাদের বাইকটি। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে চারজনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুততার সঙ্গে আহত ছাত্রদের উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আজম (১৬) নামের ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি তিন ছাত্র মুখলেশ (১৫), কালু (১৪) এবং বিকি (১২)-কে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মুখলেশ ও কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। বিকি মালতীপুর গ্রামীণ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, দুর্ঘটনায় মৃত হোসাইন আজম এবং আহত মুখলেশ ও বিকি তাদের মাদ্রাসার ছাত্র ছিল। তারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এই দুঃসংবাদে মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা শোকাহত।
স্থানীয়দের অভিযোগ, অল্প বয়স্ক ছেলেদের হাতে বাইক তুলে দেওয়া এবং হেলমেট না পরার প্রবণতাই আজকের দিনে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেপরোয়া বাইক চালানো এবং গাড়ি চালকের গাফিলতি দুটি দিকই খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।