রাগে ফুঁসছে গোটা দেশ ! পহেলগাম হামলাকরি জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনাবাহিনী, দেখুন ভিডিয়ো

পহেলগামে সাম্প্রতিক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বড় পদক্ষেপ নিল। পুলওয়ামা জেলায় এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পহেলগামের বৈসরণ ভ্যালিতে ২৬ জন পর্যটককে নির্বিচারে হত্যার নৃশংস হামলার ছক এই বাড়িতে বসেই কষা হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং পহেলগাম হামলার সঙ্গে এই জঙ্গির জড়িত থাকার প্রমাণ মেলায় নিরাপত্তা বাহিনী পুলওয়ামার ওই নির্দিষ্ট বাড়িটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। যদিও বাড়িটি থেকে কোনও জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতেই ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে পুলওয়ামার ওই বাড়িটিতে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর বাড়িটিকে সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেওয়া হয়।
#WATCH | Tral, J&K | Visuals of a destroyed house that is allegedly linked to a terrorist involved in the Pahalgam terror attack pic.twitter.com/luIH9rQIKR
— ANI (@ANI) April 25, 2025
প্রসঙ্গত উল্লেখ্য, পহেলগামের বৈসরণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর চালানো এই নৃশংস হামলা গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জঙ্গিরা অত্যন্ত ঠান্ডা মাথায় ২৬ জনকে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হত্যার আগে অনেককে ধর্মপরিচয় জানতে চেয়ে কলেমা পড়তে বাধ্য করা হয়, আবার কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর গুলি চালানো হয়েছে। এই হামলা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কাজ বলে মনে করা হচ্ছে। উরি এবং পুলওয়ামার মতো ভয়াবহ হামলার পর পহেলগামের ঘটনা উপত্যকায় জঙ্গি কার্যকলাপের নতুন মাত্রা যোগ করল।
সেনাবাহিনীর এই পদক্ষেপকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন হামলার পরিকল্পনা নস্যাৎ করার জন্য নিরাপত্তা বাহিনী আরও তৎপর থাকবে বলে মনে করা হচ্ছে।