“পৃথিবীর শেষ প্রান্তেও….”-কাশ্মীরে হামলাকারীদের খুঁজে বের করার হুঙ্কার প্রধামন্ত্রী মোদির

জম্মু-কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবার পর্যটকদের উপর হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত হামলাকারী এবং তাদের আশ্রয়দাতাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই হামলায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি করে ২৬ জনকে হত্যা করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরের এই হামলা নিয়ে কথা বলেন। ওই সময় তিনি হামলাকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্তেও তাড়া করব।” এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ভারত ছাড়বে না এবং তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পেহেলগামে পর্যটকদের উপর এই বর্বরোচিত হামলা ঘটেছিল এবং ভারত দাবি করেছে যে এই হামলায় নিহত ২৬ জনের মধ্যে অন্তত দুইজন পাকিস্তানি ছিল। তবে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরাসরি পাকিস্তানের নাম উচ্চারণ করেননি। তাঁর এই প্রতিশ্রুতি হামলার তীব্রতা এবং জড়িতদের বিরুদ্ধে ভারতের কঠোর মনোভাবকে তুলে ধরে।