Weather: লাফিয়ে বাড়বে তাপমাত্রা, বাংলার ৩ জেলায় হিটওয়েভ অ্যালার্ট, জেনেনিন পূর্বাভাস

বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে পুড়ছে গোটা পশ্চিমবঙ্গ। প্রখর রোদ আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও বৃষ্টির পূর্বাভাস নেই, ফলে এই চরম অস্বস্তি আরও কিছুদিন চলবে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে তাপের কামড়:
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই পরিস্থিতি বিবেচনা করে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় গরমের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আপাতত এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ, ফলে দহন জ্বালা অব্যাহত থাকবে। তবে এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টির আশা:
অন্যদিকে, দক্ষিণবঙ্গের শুষ্ক গরমের বিপরীতে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলতে পারে।
কলকাতার অবস্থা:
রাজধানী কলকাতার পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বাতাসে ৭৮ শতাংশ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিকভাবেই অস্বস্তিকর।
সব মিলিয়ে, রাজ্যজুড়ে তীব্র গরমের প্রভাব স্পষ্ট। দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির কোনও ইঙ্গিত নেই, অন্যদিকে উত্তরবঙ্গ পেতে পারে বৃষ্টির ছোঁয়া।