‘এই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন…’, নতুন প্রযোজনা সংস্থা খুলেই বিপাকে যিশু, লিখলেন…

পয়লা বৈশাখে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। বন্ধুত্বের ডালপালা ছড়িয়ে এবার যৌথভাবে প্রযোজনার মঞ্চে পা রেখেছেন তাঁরা, প্রতিষ্ঠা করেছেন একটি নতুন প্রযোজনা সংস্থা— ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। কিন্তু উদ্যোগের আনন্দের মধ্যেই ছায়া ফেলেছে অনলাইন প্রতারণা। ইতিমধ্যেই সংস্থার নামে তৈরি হয়ে গিয়েছে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যা নিয়ে কড়া বার্তা দিলেন যিশু।

আজ, শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করেন যিশু সেনগুপ্ত। সতর্কবার্তায় তিনি লেখেন, “এই অ্যাকাউন্টটি ভুয়ো। এই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুলপথে চালিত না হন।” দেখা যাচ্ছে, ওই ভুয়ো অ্যাকাউন্টটিতে ব্যবহার করা হয়েছে ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’-এর লোগোও, যা বিভ্রান্তি ছড়াতে পারে অনুরাগীদের মধ্যে।

নতুন প্রযোজনা সংস্থার লক্ষ্য প্রসঙ্গে যিশু আগেই জানিয়েছিলেন, “আমি আর সৌরভ দু’জনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি। সৌরভই প্রথম প্রস্তাব দিয়েছিল। কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমাদের লক্ষ্য এক হলেও পথ আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। সেখান থেকেই ‘হোয়াই সো সিরিয়াস’ নামটি নেওয়া।”

ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সতর্ক করলেন যিশু

অন্যদিকে সৌরভ দাসও স্পষ্ট করে জানিয়েছেন, “এই প্রযোজনা সংস্থার সব প্রজেক্টে আমরা থাকব না। কনটেন্টের উপর ভিত্তি করেই কাস্টিং হবে। নতুনদের সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। সিনেমা, ওটিটি, মিউজিক ভিডিয়ো—সব মাধ্যমে কাজ করতে চাই।”

সংস্থার সঙ্গে বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট-এর যুক্ত থাকার খবর ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। এক ঝলকেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র আঞ্চলিক বাজার নয়, প্যান-ইন্ডিয়া স্তরেও কাজ করার পরিকল্পনা রয়েছে যিশু-সৌরভ জুটির।

তবে নতুন উদ্যোগের যাত্রা শুরুর মুখেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়ায় অনুরাগীদের সতর্ক করে দেওয়ার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন যিশু। তিনি অনুরোধ করেছেন, যেন সবাই কেবল সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকেই তথ্য সংগ্রহ করেন এবং ভুয়ো প্রোফাইল থেকে দূরে থাকেন।