‘জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্যে জিএসটি বসিয়েছে’, সেবাশ্রমের তুলনা টেনে কেন্দ্রকে একহাত নিলেন অভিষেক!

স্বাস্থ্য ও জীবন বিমার উপর জিএসটি চাপিয়ে কেন্দ্রীয় এনডিএ সরকার সাধারণ মানুষের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে বলে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তুলে ধরেছেন তৃণমূলের মানবিক মুখ — ‘সেবাশ্রয়’ কর্মসূচির সাফল্য।
এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “৭০ শতাংশ ভারতীয় চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যের কবলে পড়ছে। অথচ এনডিএ সরকার ত্রাণ দেওয়ার বদলে স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি চাপিয়েছে। ৯০০-রও বেশি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে।” তিনি দাবি করেন, কেন্দ্রের এই জনবিরোধী পদক্ষেপে আরও সংকটে পড়েছে সাধারণ মানুষ।
এই প্রেক্ষিতে ‘সেবাশ্রয়’ কর্মসূচিকে সামনে এনে অভিষেক জানান, “ডায়মন্ডহারবারে আমাদের প্রতিশ্রুতি সময়সীমা দিয়ে মাপা যায় না। ‘সেবাশ্রয়’ আনুষ্ঠানিকভাবে শেষ হতে পারে, কিন্তু আমাদের সংকল্প শেষ হয়নি। এদিনও ১৮ জন ব্যক্তি জীবন রক্ষাকারী ওষুধ পেয়েছেন।”
এই কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান, ছানি অপারেশনের ব্যবস্থা এবং গুরুতর রোগের চিকিৎসার জন্য ভিন রাজ্যে রেফার করার মতো পরিষেবা দেওয়া হয়েছে। এতে খুশি ডায়মন্ডহারবারের জনসাধারণ।
70% of Indians live on the edge—just one medical bill away from falling into poverty. Instead of offering relief, the Jono-birodhi NDA government has imposed GST on health and life insurance, and hiked prices of over 900 essential drugs.
But in Diamond Harbour, our commitment… pic.twitter.com/AeSxd7mg5q
— Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2025
অভিষেকের কথায়, “প্রকৃত সেবার কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না। নির্বাচনের আগে উড়ে আসা পরিযায়ী রাজনীতিবিদদের মতো আমরা হাওয়ায় কথা দিই না। আমরা থাকি তখনও, যখন লাভের কিছু থাকে না—শুধু মানুষের ভালবাসা ও বিশ্বাস ছাড়া।”
কেন্দ্রের বিরুদ্ধে বিরোধিতা ও মানুষের পাশে থাকার বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তুলেছে। বিশেষত, স্বাস্থ্যসেবা ঘিরে যখন সাধারণ মানুষ নানারকম চ্যালেঞ্জের মুখে, তখন ‘সেবাশ্রয়’ কর্মসূচির মতো উদ্যোগ রাজ্য রাজনীতিতে তৃণমূলের অবস্থানকে আরও জোরালো করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।