“AI-কে দিয়েই কাজ করার পরিকল্পনা?”-Google-নিয়ে বড় ঘোষণা করলেন সুন্দর পিচাই

মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি যখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে প্রভাবিত করছে, ঠিক সেই সময়ে বড় ঘোষণা করলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তিনি গুগলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, চলতি বছরে গুগল ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। গুগলের ডেটা পরিষেবা যাতে আগামী দিনে আরও উন্নত হয়, সেই লক্ষ্যেই এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

গুগল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কী করছেন, তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না। তাদের প্রধান লক্ষ্য নিজেদের আরও উন্নত করা। সেই কারণে সুন্দর পিচাই গুগল এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কীভাবে আরও কার্যকরভাবে সমন্বিত করা যায়, সেদিকেই জোর দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ কাজে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুগলকে সহায়তা করবে।

সম্প্রতি গুগল বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করেছে। অনেকেই ধারণা করেছিলেন, সংস্থাটি হয়তো নতুন করে কর্মী নিয়োগ করবে। তবে গুগল সেই পথে হাঁটতে চাইছে না। পরিবর্তে, তারা এআই-এর মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করার কথা ভাবছে। এর ফলে তাদের আর অতিরিক্ত কর্মীর প্রয়োজন হবে না বলেই মনে করছে সংস্থাটি।

তবে, কিছু মহল মনে করছে, গুগল আসলে ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ করছে। কর্মী সংখ্যা কমিয়ে এআই-কে কাজে লাগানোর প্রধান উদ্দেশ্য নাকি বিদেশি কর্মীদের নিয়োগ কমানো। যাতে বিদেশ থেকে আসা কর্মীরা যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার সুযোগ না পান, সেদিকেই সুন্দর পিচাইয়ের প্রধান নজর রয়েছে বলে মনে করছেন অনেকে।

গুগল থেকে চাকরিচ্যুত হওয়া কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী দিনে আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে এই টেক জায়ান্ট। তবে কর্মী কমালে গুগলের সেই আগের গ্রহণযোগ্যতা থাকবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রযুক্তি শিল্পের প্রতিটি সংস্থাই চলতি বছরে কিছু কঠিন পদক্ষেপ নিতে চলেছে, এবং গুগলও সেই পথেই হাঁটবে, এমনটা বলাই বাহুল্য।