কারা যোগ্য, কারা অযোগ্য?-স্টেডিয়ামে পাস ঘিরে মারপিট-উত্তপ্ত পরিবেশ, বাইরে বিক্ষোভ

আজ, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী চাকরি হারানোর পর চরম হতাশা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আজ তাঁদের কী আশ্বাস দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য রবিবার রাত থেকেই নেতাজি ইনডোরের সামনে জড়ো হতে শুরু করেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। তবে, সোমবার সকাল থেকে উত্তেজনা দেখা যায়। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। এমনকি, ‘পাস’ বিক্রি হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন অনেকে। এই ঘটনার প্রতিবাদে নেতাজি ইনডোরের প্রবেশদ্বারে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। ফলে, নেতাজি ইনডোরের সামনের এলাকা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। ডিসি সেন্ট্রাল নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়, এই যুক্তিতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টও একই রায় বহাল রেখেছিল। এই রায়ের ফলে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী সরকারি চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন।

এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চাকরিহারা কর্মীরা আশা করছেন, মুখ্যমন্ত্রী তাঁদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য কোনও ইতিবাচক পদক্ষেপের ঘোষণা করবেন। এখন দেখার, মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে চাকরিহারাদের কী বার্তা দেন এবং তাঁদের আশঙ্কার কতটা সমাধান করতে পারেন। সকলের নজর এখন নেতাজি ইনডোরের দিকে।