১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড, জেনেনিন কত দাম এই গ্যাজেটের

বর্তমানে ওয়্যারলেস ইয়ারবাডস তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি গ্যাজেট। ছোট আকারের চার্জিং কেস এবং সহজে বহনযোগ্য হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে। বিভিন্ন অডিও সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার সমৃদ্ধ ইয়ারবাডস বাজারে আনছে।

এই তালিকায় নতুন সংযোজন করল জনপ্রিয় ভারতীয় সংস্থা বোট (boAt)। তারা সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস – বোট নির্ভানা ক্রিস্টাল (boAt Nirvana Crystal)। এই ইয়ারবাডসটিতে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স এবং অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচারের সুবিধা।

বোট নির্ভানা ক্রিস্টাল ইয়ারবাডস ইন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে যা কানে আরামদায়ক ভাবে ফিট করে। এই ডিভাইসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের সাথে একইসাথে ইয়ারবাডস কানেক্ট করতে পারবেন এবং ইয়ারফোন বন্ধ না করেই একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে অডিও স্যুইচ করতে পারবেন।

কানেক্টিভিটির জন্য এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ এর সাপোর্ট। এছাড়াও, এটি স্প্ল্যাশ এবং সোয়েট প্রুফ হওয়ায় ওয়ার্কআউট বা হালকা বৃষ্টির সময়ও এটি ব্যবহার করা যাবে। জল বা ঘামে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

বোট নির্ভানা ক্রিস্টাল ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ারের সুবিধা থাকায় এটি খুব সহজেই অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। স্পষ্ট অডিও কলের জন্য এতে রয়েছে কোয়াড মাইক্রোফোন। এছাড়াও, এই ইয়ারবাডসে ইন-ইয়ার ডিটেকশন ফিচার সাপোর্ট করে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারী কানে ইয়ারবাডস পরলে স্বয়ংক্রিয়ভাবে প্লেব্যাক শুরু হবে এবং কান থেকে বের করলে বন্ধ হয়ে যাবে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও বোট তাদের নতুন ইয়ারবাডসে যথেষ্ট জোর দিয়েছে। সংস্থাটি দাবি করেছে, মাত্র ১০ মিনিট চার্জ দিলেই এই ডিভাইস প্রায় ২২০ মিনিট পর্যন্ত চলতে সক্ষম। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৭০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে, চার্জিং কেস সহ এই ইয়ারবাডস প্রায় ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে।

বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস ব্লেজিং রেড, ইয়েলো পপ এবং কোয়ান্টাম ব্ল্যাক – এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। ভারতে এই নতুন ইয়ারবাডসের দাম রাখা হয়েছে ২ হাজার ৪৯৯। আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে এটি কিনতে পারবেন।

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০