“চাকরিহারাদের টাকা ফেরত দিক রাজ্য, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে” দাবি সুকান্ত মজুমদারের!

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হওয়ার পর তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে এবার তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি দাবি তোলেন, চাকরিহারাদের বেতন বাবদ যে অর্থ তারা পেয়েছেন, তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, এই টাকা তৃণমূল কংগ্রেসের কাছ থেকেও আদায় করা হোক, কারণ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ শেষ পর্যন্ত তৃণমূলের কাছেই গিয়েছে।
সুকান্ত মজুমদারের এই মন্তব্য রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। চাকরি বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আর্থিক দিক থেকে কিছুটা সুরাহা দেওয়ার কথা বললেও, তিনি সরাসরি শাসক দলকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছেন এবং তাদের থেকেই ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়েছে, যে সকল প্রার্থী প্রশ্নাতীতভাবে ‘অযোগ্য’ বা ‘দাগি’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের চাকরি বাতিলের পাশাপাশি ইতিমধ্যেই পাওয়া বেতনও ফেরত দিতে হবে। তবে, যাদের অযোগ্য প্রমাণ করা যায়নি, তাদের নিয়োগ বাতিল হলেও বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।