লন্ডন-মুম্বইগামী বিমানে বড় বিপত্তি! ৪২ ঘণ্টা পরও গন্তব্যে পৌঁছতে পারলেন না ২৫০-রও বেশি যাত্রী!

মাত্র ৯ ঘণ্টার যাত্রা এখন ৪২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, তবুও গন্তব্যে পৌঁছতে পারেননি ২৫০-রও বেশি যাত্রী! লন্ডন থেকে মুম্বইগামী ভার্জিন আটলান্টিকের বিমান মাঝপথে থেমে যায় তুরস্কে। তারপর থেকেই শুরু হয় দুর্ভোগ।

২ এপ্রিল লন্ডন থেকে মুম্বই যাওয়ার পথে ভার্জিন আটলান্টিক ফ্লাইট ৩৫৮-কে মেডিক্যাল এমার্জেন্সির কারণে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করতে হয়। কিন্তু সেখানে নামার পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমানের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা চলছে। কিন্তু যাত্রীরা আটকে রয়েছেন তুরস্কের বিমানবন্দরে, কবে উড়ান মিলবে, কেউ জানে না!

৪০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, প্রায় ৩০০ জনের জন্য মাত্র একটিই বাথরুম, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।শীতের প্রকোপে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, কিন্তু কম্বল দেওয়া হয়নি।সিট না পেয়ে মাটিতে বসে থাকতে হচ্ছে।এয়ারলাইন্স খাবারের ব্যবস্থা করেনি, যাত্রীদের নিজেদের পয়সায় খাবার কিনতে হচ্ছে।

এয়ারলাইন্স জানিয়েছে, আজ দুপুর ১২টা (স্থানীয় সময়) নাগাদ বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু যদি সমস্যা না মেটে বা উড়ানের অনুমোদন না মেলে, তাহলে যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হবে আগামীকাল।

রাতে যাত্রীদের হোটেলে রাখার কথাও ভাবছে এয়ারলাইন্স, যদিও ক্ষুব্ধ যাত্রীদের দাবি, এই দুর্ভোগের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দরকার!