অনুব্রত মণ্ডলকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। অনুব্রত মণ্ডলকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম। আজ, রবিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, অনুব্রতকে বিধায়ক, সাংসদ করতে চাইলেও হতে চাইনি।
অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে গর্জে উঠে মমতা ব্যানার্জি বলেন, ‘তদন্তকারী সংস্থার কিছু লোককে টাকা দিয়ে পোষে বিজেপি। কেষ্টর বাড়িতে গিয়ে তারা তান্ডব চালিয়েছে।’ এককথায় অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন দলনেত্রী মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, কী করেছিল অনুব্রত মন্ডল ? কেন গ্রেফতার করা হল তাঁকে ? বেহালা পশ্চিমে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী বললেন, অনুব্রতকে প্রতি ভোটে ঘরবন্দী করে রাখা হয়। এবার তাঁর বাড়িতে গিয়ে তান্ডব চালিয়েছে সিবিআই। পাশাপাশি, অনুব্রতকে গ্রেফতার করে কী হবে ? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।