BigNews: বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের পথে রাজ্য, বড় ঘোষণা চলতি সপ্তাহেই

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজীনীতি। এই নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই ফের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে ইতিবাচক বার্তা দিতে চাইছে রাজ্য সরকার।

প্রায় আড়াই হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে এসএসসি। আগামী ১৮ অগাস্ট, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সবুজ সংকেত দেওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, ইডি হেফাজতের মেয়াদ শেষে দুর্নীতির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে সাধারণ কয়েদিদের থেকে সুযোগ -সুবিধা নিতেও নিষেধ করে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী।