কয়েক বছরের মধ্যে জগৎ-অর্থনীতিতে শ্রেষ্ঠ হবে ভারত! অক্সফোর্ডে ‘মানতে চাননি’ মমতা, তীব্র সমালোচনা BJP-র

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি আলোচনায় অংশগ্রহণ করে ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, এমন পূর্বাভাস নিয়ে তিনি ‘একমত নন’ বলে দাবি করেছেন। তাঁর এই মন্তব্যের পর বিজেপি পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

একটি ভিডিও ক্লিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা যায়, যেখানে তিনি বলেন, “আমি এই প্রজেকশনের সঙ্গে একমত নই।” মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি তাকে আক্রমণ করতে শুরু করেছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়ন—কন্যা, শিশু ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কথোপকথনে অংশগ্রহণ করছেন। আলোচনায় তিনি ২০৬০ সালে ভারত বিশ্বের প্রথম অর্থনীতি হয়ে উঠবে, এমন পূর্বাভাসের সঙ্গে একমত না হওয়ার কথা বলেন।

সঞ্চালক আলোচনা করতে গিয়ে বলেন, “ভারত ইতিমধ্যে ব্রিটেনকে ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভারত ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি, এবং শীঘ্রই এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। ২০৬০ সালের মধ্যে ভারত হবে বিশ্বের প্রথম অর্থনীতি।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতামত জানান, “আমি এটি ভিন্নমত পোষণ করব।”

তিনি আরও বলেন, “কোভিড পরবর্তী সময়ে প্রতিটি দেশই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যদি পৃথিবীতে অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকে, তাহলে আমরা কীভাবে আশা করতে পারি যে আমরা লাভবান হব? আমাদের স্বপ্ন দেশের সেরাটা দেওয়ার উচিত, তবে সেটা নির্ভর করছে।”

অমিত মালব্য তাঁর পোস্টে অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে বাধা দিচ্ছেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া নিয়ে সমস্যা রয়েছে। এটা সত্যিই লজ্জাজনক।”

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মমতার মন্তব্যের পর বলেন, “এটি অবিশ্বাস্য যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশের মাটিতে ভারতের অর্জনকে খাটো করে দেখছেন। মমতার বক্তব্য ভারতবিরোধী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “মমতার ভারতবিরোধী বক্তব্য দেশের জন্য অপমানজনক। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে ব্যর্থ হয়েছেন তা স্পষ্ট, তবে ভারতীয় হিসেবে নিজেকে পরিচিত করতে দ্বিধা করছেন কেন?”

মমতার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে এবং এটি পশ্চিমবঙ্গের রাজনীতি ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর নতুন আলো ফেলছে।