সকাল হতে না হতেই মাথায় পড়ল বাজ! রাজবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য, কুলদেবতার মূর্তির গহনা ও পুজোর সামগ্রী লুট!

সকালবেলা ঘুম থেকে উঠে রাজ পরিবারের সদস্যরা যে ঘটনা দেখতে পাবেন, তা তারা কখনও কল্পনাও করেননি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার বহিচবেড়িয়া গ্রামে তাম্রলিপ্ত রাজ পরিবারের গড়ে ঘটল একটি বিশাল চুরি। মন্দিরে হানা দিয়ে লুটে নিয়ে যাওয়া হয়েছে কুলদেবতার মূর্তির গহনা, পিতলের বাসন-কোসন, এবং পুজোর অন্যান্য সামগ্রী।
এই চুরির ঘটনায় রাজবাড়ির অন্দরে তীব্র হট্টগোল শুরু হয়। রাজ পরিবারের সদস্যরা হতবাক হয়ে মন্দিরের তালা ভাঙা এবং দেবতার মূর্তির অঙ্গের গহনা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার দৃশ্য দেখেন। খবর পেয়ে গ্রামের বহু মানুষ রাজবাড়িতে এসে জড়ো হয়।
তাম্রলিপ্ত রাজ পরিবারের একটি ঐতিহাসিক গড়, যা প্রায় ৫০০ বছর পুরানো। রাজবাড়ির সদস্যরা জানান, রাতের অন্ধকারে নিশিকুটুম্বের একটি দুষ্কৃতকারী দল মন্দিরে হানা দেয় এবং সমস্ত গহনা ও পুজোর সামগ্রী নিয়ে চলে যায়।
রাজ পরিবারের এক সদস্য জানান, ‘‘আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মন্দিরের সাতটি তালা ভাঙা। বিগ্রহের গহনা সহ সমস্ত কিছু খোয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। নন্দকুমার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’’
প্রসঙ্গত, কিছুদিন আগে নন্দকুমার এলাকায় অন্য একটি মন্দিরে চুরি যাওয়ার ঘটনা ঘটে ছিল। সেদিন থেকেই রাজ পরিবারের সদস্যরা মন্দিরের চাবি ও তালার সংখ্যা বাড়িয়েছিল, তবে তাতে শেষরক্ষা হল না।
এখন পুলিশ তদন্তে নেমে ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে রাজ পরিবারের সদস্যদের জন্য এই ঘটনায় গভীর দুঃখ এবং হতাশা সৃষ্টি হয়েছে।