“শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য…”- রাশমিকা অভিনয়ই জানেন না, চেহারা দিয়েই সব করছেন!

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বক্স অফিসে একের পর এক সাফল্যের রেকর্ড গড়ছেন। তাঁর অভিনীত পাঁচটি ছবি ইতিমধ্যেই সুপারহিটের তকমা পেয়েছে, যা তাঁকে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সমকক্ষে নিয়ে এসেছে। তবে এত সাফল্যের পরও রাশমিকার অভিনয় নিয়ে দর্শকদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এক চলচ্চিত্রপ্রেমী মন্তব্য করেছেন, “রাশমিকার ছবিতে আলাদা করে কোনো প্রভাব থাকে না। হিট ছবি অনেকগুলোই রয়েছে ঠিকই, কিন্তু তাকে কেউ মনে রাখবে না। তাঁর চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ কারণে কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না তিনি।” সামাজিক মাধ্যম রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে তাঁর সংলাপ বলার ধরন নিয়ে নেটিজেনদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। একজন লিখেছেন, “সংলাপ বলার ধরনে রাশমিকার আরও মনোযোগ দেওয়া উচিত। চেষ্টা করলে হয়তো পারবেন।” আরেকজনের মতে, “শুধু সৌন্দর্য আর সৌভাগ্যের জোরে এগিয়ে যাচ্ছেন রাশমিকা।”

তবে রাশমিকার অনুরাগীরা এসব সমালোচনা মেনে নিতে রাজি নন। তাঁদের দাবি, “ক্যারিয়ারের শুরুতেই এত সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় হাতে রয়েছে। অভিনয়েও তিনি সবাইকে চমকে দেবেন।” তাঁরা মনে করেন, রাশমিকার প্রতিভা এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি এবং ভবিষ্যতে তিনি আরও উন্নতি করবেন।

রাশমিকা দক্ষিণী বিনোদন জগতে আগেই নিজের জায়গা করে নিয়েছিলেন। ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির মাধ্যমে তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন। এরপর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। ২০২৪ সালের শেষে ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ঝড় তোলে। চলতি বছরে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাবা’ ছবিতেও তিনি দারুণ সাফল্য পেয়েছেন। এই সব ছবি বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলেছে। আগামী দিনে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে তাঁকে, যা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

বক্স অফিসে দীপিকা পাড়ুকোনের মতো তারকাকে টেক্কা দেওয়ার পথে থাকলেও, রাশমিকার অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাঁর ভক্তরা অপেক্ষায় রয়েছেন এমন একটি চরিত্রের, যা তাঁর সমালোচকদের মুখ বন্ধ করে দেবে। সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে রাশমিকা ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী নাম হয়ে উঠতে পারেন—এমনটাই মনে করছেন অনেকে।