হাতে চোট, মুখ ভর্তি দাড়ি, বাইকের পিছনে শ্রীলীলাকে বসিয়ে উত্তরবঙ্গে কার্তিক, করলেন শ্যুটিং!

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলা এখন জলপাইগুড়িতে শ্যুটিং করছেন, এবং তাঁদের উপস্থিতি আবারও শিরোনামে উঠে এসেছে। কলকাতার পর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ির ওদলাবারিতে এই জুটি শ্যুটিং করছেন বলে খবর পাওয়া গেছে। ছবির পোশাক ও লুক দেখে মনে হচ্ছে তাঁরা জনপ্রিয় পরিচালক অনুরাগ বসুর ছবির জন্য শ্যুট করছেন।
এর আগে কলকাতায় ‘রুহু বাবা’ চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন কার্তিক। তিনি কলকাতার একাধিক জায়গায় শ্যুটিং করেছিলেন, বিশেষ করে হাওড়া ব্রিজে। এবার, জলপাইগুড়ির শ্যুটিংয়ের ছবি প্রকাশ্যে আসার পর, একে একে বোঝা যাচ্ছে যে তাঁদের কাজ করছেন অনুরাগ বসুর নতুন ছবির জন্য।
সামাজিক মাধ্যমের মাধ্যমে পাওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, কার্তিককে একরাশ গোঁফ-দাড়ি সহ অনুরাগের নতুন ছবির লুকে। শ্রীলীলা অবশ্য ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন, তাঁর পরনে ছিল কার্গো জিন্স এবং টপ। একটি ছবিতে দেখা গেছে, বাইক চালানোর মতো করে কার্তিক বাইকের উপরে বসে রয়েছেন, আর তাঁর পিছনে বসে আছেন শ্রীলীলা। তাঁদের মাথায় ছাতা ধরা ছিল, যা দিয়ে বোঝা যায়, এটি শ্যুটিং শুরুর আগে তোলা একটি ছবি।
অন্য একটি ছবিতে, কার্তিককে একা দেখা গেছে ধূসর রঙের জ্যাকেট, সাদা টি-শার্ট এবং ধূসর রঙের জিন্স পরিধানে। এলোমেলো চুলে তিনি নতুন ছবির লুকে নজর কেড়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরেই অনুরাগ বসুর নতুন ছবির টিজার মুক্তি পেয়েছে। সেখানে ‘রাহুল’ চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। তাঁর বিপরীতে শ্রীলীলা এই ছবিতে অভিনয় করছেন। তাঁদের প্রথম ঝলকেই দর্শক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
২০২২ সালে কার্তিক আরিয়ান এবং অনুরাগ বসু ঘোষণা করেন যে তাঁরা ‘আশিকি ৩’ আনতে চলেছেন। প্রথমে শোনা গিয়েছিল, ছবির নায়িকা হিসেবে তৃপ্তি দিমরি থাকবেন, তবে পরে জানা যায় ছবির নাম বদলেছে এবং নায়িকা হিসেবে শ্রীলীলা নির্বাচিত হয়েছেন।
এই ছবির মাধ্যমে কন্নড় অভিনেত্রী শ্রীলীলা বলিউডে ডেবিউ করছেন। শ্রীলীলা, যিনি ‘পুষ্পা ২’ ছবিতে নাচের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছিলেন, এই ছবিতে কার্তিকের বিপরীতে কাজ করছেন। ছবির পরিচালনায় রয়েছেন অনুরাগ বসু এবং গানের দায়িত্বে প্রীতম।