BigNews: ৭০ কোটি টাকার সম্পত্তির হদিশ, গ্রেফতার আইনজীবী রাজীব কুমার

কলকাতা পুলিশ ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারের অন্তত ৭০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে মোট ২৪ টি ব্যাঙ্ক একাউন্টের বিবরণ। ওই একাউন্ট গুলির মধ্যে রয়েছে তার কয়েকটি কর্মচারীর একাউন্ট।

ঝাড়খন্ড ও কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে দায়ের করা হয় তার বিরুধ্যে জনস্বার্থ মামলা। বুধবার তাকে ব্যাঙ্ক শাল আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

প্রসঙ্গত, আধুনিক এই আর্থিক যুগে মানুষ অর্থের কাছে হারিয়ে ফেলছে তার পেশার মর্যাদা। বেশিরভাগ মানুষই তাদের পেশার সাথে অসাধু প্রক্রিয়া অবলম্বন করে উপার্জন করছে কোটি কোটি টাকা। আর এরফলে ভুগতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষদের। কিছু অসাধু ব্যক্তি তাদের ক্ষমতার অপব্যবহার করে দিন দিন হচ্ছেন কোটিপতি। আর সেই অসাধু ব্যক্তিদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেশের সাধারণ থেকে উচ্চবিত্ত কিছু নিরুপায় মানুষ।