SPORTS: শনিবার বৃষ্টির প্রবল সম্ভাবনা, হবেতো KKR vs RCB ম্যাচ? জেনেনিন আপডেট

শনিবার কলকাতা শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এর মধ্যে ২২ মার্চের ম্যাচটি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই ঝড়-বৃষ্টির প্রভাব বাড়বে এবং শনিবারও তা অব্যাহত থাকবে।

বিকেল থেকে সন্ধ্যায় ঝড়-বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিন ইডেন গার্ডেন্সে KKR বনাম RCB ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। ফলে আবহাওয়া খারাপ হলে খেলা ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া, শনিবার শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বিরাট কোহলিরা কলকাতায়

গত বুধবারই বিরাট কোহলি ও RCB দল কলকাতায় পৌঁছেছেন। ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এটি আইপিএলের প্রথম ম্যাচ। ক্রীড়াপ্রেমীরা বিরাটের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন। তবে আবহাওয়ার পূর্বাভাস ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা

শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় বেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী চার দিনের জন্য হাওয়া অফিস বিশেষ বুলেটিন জারি করেছে।

কেন এই দুর্যোগ?

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার উপকূলে প্রবেশ করছে। বায়ুপ্রবাহও এই দুর্যোগের জন্য অনুকূল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্র ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদহতে ঝড়-বৃষ্টি বেশি প্রভাব ফেলতে পারে।

ম্যাচ নিয়ে সংশয়

বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলে টানা দুর্যোগে শনিবারের ম্যাচ নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন আবহাওয়া সহায়ক হবে, যাতে আইপিএলের প্রথম ম্যাচটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। তবে সবার চোখ এখন আকাশের দিকে।