BigNews: চাকরি ও টাকা দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
August 10, 2022

কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালিদের দেওয়া হবে চাকরি। আজ, বুধবার মোহনবাগানের নতুন টেন্টের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়েই তিনি ঘোষণা করেন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালিদের দেওয়া হবে চাকরি।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে ৫ লাখ টাকা এবং ব্রোঞ্জজয়ী সৌরভকে ২ লাখ টাকাও দেওয়া হবে। আগামী ১৬ অগাস্ট ‘খেলা দিবস’-এর দিন তাদেরকে এই সন্মান দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করেছেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছিলেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নতুন ইতিহাস গড়ে তুলেছেন তিনি। মোট ৩১৩ কেজি ওজন তোলার পাশাপাশি তিনি সোনার পদকও জয় করেছেন।