
হুগলির আরামবাগে ভুয়ো ভোটারের খোঁজ পেয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তোলপাড় করেছে। আরাণ্ডি-১ পঞ্চায়েতের সাতমাসা এলাকায় তৃণমূলের স্ক্রটিনিতে ১০ জন ভুয়ো ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ভোটারদের এলাকার কেউ চেনেন না। পোস্টের মাধ্যমে আসা ভোটার কার্ডে এই ১০ জনের পদবী আগরওয়াল, বৈদ্য, ভৌমিক ও রায় রয়েছে। কিন্তু এই পদবীর কোনো ব্যক্তি এলাকায় থাকেন না বলে জানিয়েছেন তৃণমূল নেতারা।
জানা গেছে, আরাণ্ডি-১ পঞ্চায়েতের ২৭৪ নম্বর বুথে এই ১০ জন অজানা ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এরা বহিরাগত এবং বাইরের রাজ্যের ভোটার। ষড়যন্ত্র করে তাদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই একই পঞ্চায়েতের ২৬৩ নম্বর বুথে ১৩ জন জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ উঠেছিল। এবার ফের অজানা ভোটারের নাম ভোটার তালিকায় চিহ্নিত হওয়ায় এলাকায় উত্তাপ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে প্রশ্ন তুলেছেন।
তবে তৃণমূলের এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই। বরং বিজেপি দাবি করেছে, তৃণমূলই এই ঘটনার জন্য দায়ী এবং তাদেরই কাঠগড়ায় দাঁড়ানো উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলিতে রাজনৈতিক বিবাদ তীব্র হয়েছে।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, হুগলিতে আগেও কি বাইরের লোকেরা এসে ভোট দিয়েছেন? তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, বিজেপি বলেছে, তৃণমূল এই অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।
এই ঘটনা হুগলির রাজনৈতিক পরিমণ্ডলে নতুন উত্তাপ তৈরি করেছে। ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক আগামী দিনে আরও রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা এখন স্বচ্ছতা ও জবাবদিহি চেয়ে সরব হয়েছেন।