বিশেষ: ২০০ বছর ধরে ‘সাত সতীনের দোল’ উৎসব হয় বাংলায়, জেনেনিন কোন জেলায়?

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসত গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো রীতি মেনে আজও পালিত হল ‘সাত সতীনের দোল’। দোল উৎসবের এই অনন্য আয়োজনে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা। ১৮২০ সালে শুরু হওয়া এই উৎসব আজও গ্রামের ঐতিহ্য ও একতার প্রতীক হয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বারাসত গ্রামের সাতটি বিশিষ্ট পরিবার—মোদক, আচার্য, মুহুরী, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, চৌধুরী এবং বোস—একসময় পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়েছিল। এই বিবাদের মূলে ছিল পরিবারের স্ত্রীদের মধ্যে ঝগড়া, যা পুরো পরিবারের মধ্যে অশান্তি ছড়িয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও বিচারক নির্দেশ দেন, ঝগড়া নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। এরপর পরিবারের কর্তারা বিবাদ মেটাতে দোলযাত্রার মাধ্যমে একটি শুভ সূচনার পরিকল্পনা করেন। সেই থেকে শুরু হয় ‘সাত সতীনের দোল’ উৎসব, যা ক্রমশ পরিবারগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায়।

ঐতিহ্যের শুরু:
প্রতিটি পরিবার নিজেদের নামে একটি করে দোলমঞ্চ তৈরি করেছিল। এই স্থানটি এখন ‘সাত সতীনের দোলমঞ্চ’ নামে পরিচিত। সময়ের সঙ্গে সাতটি পরিবারের সংখ্যা কমে পাঁচটিতে এসে দাঁড়ালেও এই ঐতিহ্যে কোনও ছেদ পড়েনি। প্রতি বছর দোল উৎসবে এই গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে রঙ, আবির আর আনন্দে মেতে ওঠেন।

স্থানীয়দের উৎসাহ:
এই বছরও দক্ষিণ বারাসতের বাসিন্দারা ‘সাত সতীনের দোল’ পালনে অংশ নিয়েছেন। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রা, গান আর আবির খেলার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই দোল আমাদের গ্রামের ঐতিহ্য। এটি শুধু উৎসব নয়, আমাদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের প্রতীক।” আরেকজন জানান, “২০০ বছর ধরে চলে আসা এই রীতি আমাদের গর্বের।”

উৎসবের তাৎপর্য:
‘সাত সতীনের দোল’ শুধু একটি উৎসব নয়, এটি পারিবারিক বিবাদের অবসান ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই আয়োজন তাঁদের পূর্বপুরুষদের সমঝোতার চেতনাকে জিইয়ে রেখেছে। সময়ের সঙ্গে পরিবারের সংখ্যা কমলেও উৎসবের উদ্দেশ্য ও আনন্দ অটুট রয়েছে।

দক্ষিণ বারাসতের এই প্রাচীন উৎসব এলাকার বাইরেও আলোচিত। ইতিহাস ও ঐতিহ্যের মিশেলে এই দোলযাত্রা আজও গ্রামবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। ২০০ বছর পরেও এই রীতির ধারাবাহিকতা বাঙালির উৎসবপ্রিয়তা ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy