“আরবাজ অসম্ভব ভালো মানুষ”- বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ মালাইকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা এবং আরবাজ খানের বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলে আসছে। সম্প্রতি নিজের রিয়ালিটি শো’তে মালাইকা এই বিচ্ছেদের নেপথ্যের কারণ সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন।

মালাইকা জানিয়েছেন, তাঁর ও আরবাজের মধ্যে সম্পর্কের অবনতির শুরু ‘দাবাং’ ছবির সময়। যদিও ওই ছবির বিখ্যাত গান ‘মুন্নি বদনাম হুয়ি’-তে নাচতে দেখা গিয়েছিল মালাইকাকে, তবে সেই সময় থেকেই তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে।

মালাইকা বলেন, “জীবন থেকে আমি আলাদা কিছু চাইতাম। মনে হয়েছিল, আমার স্পেস হারিয়ে যাচ্ছে। নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে।” এই কঠিন সময়ে মালাইকার পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফারহা খান ও করণ জোহর।

বিচ্ছেদের পরও আরবাজের প্রশংসায় পঞ্চমুখ মালাইকা। তিনি বলেন, “আরবাজ অসম্ভব ভালো মানুষ। আজ আমি যেরকম, তার নেপথ্যে ওরও ভূমিকা রয়েছে।”

২০১৬ সালে মালাইকা এবং আরবাজ তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেন এবং ২০১৭ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। যদিও তাঁদের একমাত্র সন্তান আরহানের দায়িত্ব দুজনেই ভাগ করে নেন।

বর্তমানে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন, আর আরবাজও পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে মালাইকা স্পষ্টভাবে জানান, “দাম্পত্য ভেঙে গেলেও আজও আমরা বন্ধু।”

মালাইকা এবং আরবাজের এই সম্পর্কের পরিণতি ও তাঁদের পরস্পরের প্রতি সম্মান বলিউডে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy