SPORTS: “দল পাওয়ার পরও তুলে নেন নাম”-IPL-এ নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুকের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল। কিন্তু দল পাওয়ার পর হঠাৎ নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রুক। এই কারণে তাঁকে কঠোর শাস্তির মুখে পড়তে হল।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রুক এবারের আইপিএল আসরে খেলতে পারবেন না। শুধু তাই নয়, শাস্তি হিসেবে পরের আসরেও (২০২৫) তিনি নিষিদ্ধ থাকবেন। এই নিষেধাজ্ঞার কথা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, “হ্যারি ব্রুক এবারের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। ফলে তাঁকে পরের আসরেও নিষিদ্ধ করা হয়েছে। তিনি চাইলেও আগামী আইপিএলে খেলতে পারবেন না।” তিনি আরও জানান, এই নিয়ম আগেই ঘোষণা করা হয়েছিল। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী, কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর নিজেকে প্রত্যাহার করলে তাঁকে দুই মরশুমের জন্য নিষিদ্ধ করা হবে।

এবারের নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ ব্রুককে দল থেকে ছেড়ে দেয়। নিলামে তীব্র প্রতিযোগিতার পর দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬ কোটি ২৫ লাখ টাকায় কিনে নেয়। কিন্তু দল পাওয়ার পর ব্রুক জানিয়ে দেন, তিনি এবার আইপিএলে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের জন্যই তাঁর ওপর নিষেধাজ্ঞা এসেছে।

ব্রুক জানিয়েছেন, আগামী দিনে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে। সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি আইপিএল থেকে বিরতি নিচ্ছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শাস্তি এড়াতে পারেননি তিনি।

২৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। আইপিএলে তাঁর অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালসের জন্য একটি ধাক্কা হতে পারে। তবে বিসিসিআই এই ঘটনার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে যে, নিলামের পর নাম প্রত্যাহারের ক্ষেত্রে কঠোর নীতি মেনে চলা হবে।

আইপিএলের এবারের আসর আগামী ২২ মার্চ থেকে শুরু হবে। ব্রুকের এই নিষেধাজ্ঞা ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে, এবং ভবিষ্যতে অন্য ক্রিকেটাররা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য হবেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy