
সবার রঙে রং মেলাতে উৎসবে মেতেছে মাদুরদহ। হলুদ শাড়ি, পাঞ্জাবি আর আবিরের ছোঁয়ায় বসন্তের আনন্দে ভাসলেন সকলে। রবীন্দ্রসঙ্গীতের সুরে, নাচ-গানে মিশে গেল রঙের উচ্ছ্বাস।
সোনাঝুরিতে দোল উৎসব নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বন দফতরের নির্দেশে দোল বন্ধের খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয় বিতর্ক। তবে পুলিশের আশ্বাসে উচ্ছ্বাস ফিরে আসে মানুষের মনে। অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুর, রানা মুখোপাধ্যায় স্পষ্ট জানান, “সোনাঝুরিতে দোল উৎসবে কোনও বাধা নেই।” এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা ভিড় জমিয়েছেন সোনাঝুরির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।
প্রতিবছরের মতো এবারও সোনাঝুরিতে রঙের উৎসব দেখার জন্য ঢল নামে পর্যটকদের। স্থানীয় বাসিন্দারাও রঙ খেলায় মেতে ওঠেন। খোল-করতাল, গান আর আবিরের মেলবন্ধনে আনন্দের এক অন্য মাত্রা যোগ হয়।
তবে পুলিশের উপস্থিতি ছিল নজরকাড়া। আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। উৎসবের আনন্দে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে ছিল কড়া নজর।
বসন্তের রঙে, সুরে আর উল্লাসে মেতে উঠে সোনাঝুরি প্রমাণ করল, দোল হল ভালোবাসা আর সম্প্রীতির উৎসব। কোনও নিষেধাজ্ঞা এই উৎসবের আনন্দকে থামিয়ে রাখতে পারে না।