আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন রবি সাউ, টলিউডে শুরু হলো চর্চা

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রবি সাউ। তাঁর জীবনসঙ্গী হলেন অভিনেতা আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল। এটি সুপ্রিয়ার দ্বিতীয় বিয়ে। তাঁদের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন রবি। হঠাৎই সমাজমাধ্যমে নিজের বিয়ের ছবি ভাগ করে চমক দিলেন তিনি। সুপ্রিয়া ও রবির নতুন জীবন শুরুর খবরে অবাক হয়েছেন টলিউডের অনেকেই।

প্রসঙ্গত, আদৃতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে সুপ্রিয়ার। এরপর অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। সেই বিয়েতেও উপস্থিত ছিলেন অনামিকা চক্রবর্তী। এবার দ্বিতীয় বিয়েতেও অনামিকার উপস্থিতি নজর কাড়ে। সুপ্রিয়া ও রবির বিয়েতে টলিপাড়ার তেমন কোনও পরিচিত মুখ দেখা যায়নি, কেবলমাত্র অনামিকা ছাড়া।

রবি সাউ এবং অনামিকা চক্রবর্তী একসঙ্গে কাজ করেছেন সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’-তে। সেই থেকেই তাঁদের বন্ধুত্ব। সুপ্রিয়ার জীবনের এই নতুন অধ্যায়ে অনামিকার উপস্থিতি তাঁদের বন্ধুত্বের দৃঢ়তাকেই প্রমাণ করে।

অন্যদিকে, আদৃত রায় বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করছেন। শোনা যায়, সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনই আদৃত ও সুপ্রিয়ার বিচ্ছেদের কারণ। যদিও সেই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি আদৃত।

রবি ও সুপ্রিয়ার এই বিয়ে এখন টলিউডের চর্চার বিষয়। শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। নতুন জীবনের পথে তাঁরা সুখী হোন, এই কামনাই সকলের।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy