
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মেতে উঠলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। দোল খেলার উচ্ছ্বাসের মাঝেই উঠে এল রাজনীতি। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষ করে সওকত বলেন, “আগে ২০২৬-এর বিধানসভা ভোটে জিতে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার কথা বলবেন।”
অন্যদিকে, দোল উৎসবে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন সেখানে। মায়াপুরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয় সকালে মঙ্গলারতির মাধ্যমে। দিনভর চলে বিশেষ পুজো এবং হরিনাম সংকীর্তন। আবির বা রঙের ব্যবহার নয়, এদিন শুধুই কৃষ্ণপ্রেমে রাঙিয়ে নেওয়ার দিন।
অন্যদিকে, নৈহাটিতেও বসন্ত উৎসবের রঙে রাঙিয়ে উঠল শহর। স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজিত হয় বর্ণাঢ্য প্রভাতফেরি। খোল বাজিয়ে দোলের আনন্দে মেতে উঠলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
বসন্তের এই উৎসবে সারা রাজ্য জুড়ে যেন ছড়িয়ে পড়েছে আনন্দের রঙ। রাজনৈতিক বক্তব্য থেকে আধ্যাত্মিক পরিবেশ, সব মিলিয়ে দোলের দিনটি হয়ে উঠল সত্যিই বর্ণময়।