
তারকাদের প্রেম-ভাঙা-জোড়া নিয়ে আলোচনার শেষ নেই। বলিউডেও এমন বহু জুটি রয়েছেন, যাদের প্রেম নিয়ে চলেছে নানা গল্প। তেমনই এক জুটি হলেন বিপাশা বসু ও দিনো মরিয়া। একসময় তাদের প্রেম নিয়ে বলিউডের অন্দরে চলেছে নানা আলোচনা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। সম্প্রতি সেই প্রেম ভাঙার পেছনের অজানা কথা জানালেন দিনো মরিয়া।
দিনো মরিয়া একটি সাক্ষাৎকারে জানান, ১৯৯৬ সালে তাদের প্রেমের শুরু হয়। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। কিন্তু ২০০০ সালে ‘রাজ’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক ভেঙে যায়। দিনো বলেন, ‘বিপাশার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়েছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুটিং সেটে একসঙ্গে কাজ করতেও পারছিলাম না আমরা।’
তিনি আরও বলেন, ‘বিপাশাকে সেটে দেখে অদ্ভুত একটা কষ্ট হতো। বুঝতে পারছিলাম আর কিছু ঠিক হওয়ার নেই। ‘রাজ’-এর শুটিং শেষ হওয়ার পর তাই আমাদের পথ আলাদা হয়। তবে দু’জনেই কষ্ট পেতাম। কিন্তু সিদ্ধান্ত নেওয়াটাও গুরুত্বপূর্ণ ছিল ভীষণভাবে। কথায় বলে, সময় সব কিছু ঠিক করে দেয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল হয়তো।’
দিনো মরিয়ার মতে, সেই সময়ের তিক্ততা এখন আর নেই। সব কিছু ভুলে এখন তারা ভালো বন্ধু। তিনি বলেন, ‘হয়তো তখন অনেক রাগ-অভিমান হয়েছে। তবে এটা জীবনের একটা পার্ট ছিল। এখন আমরা খুব ভালো বন্ধু একে অপরের। সময়ই বুঝিয়ে দিয়েছে আসল সত্যি। তাই রাগ, দুঃখ, অভিমান ভুলে আমরা এখন বন্ধু।’
দিনো মরিয়ার এই revelations ফের স্মরণ করিয়ে দিয়েছে বলিউডের সেই সময়ের কথা, যখন বিপাশা ও দিনোর প্রেম নিয়ে আলোচনা ছিল চরমে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়। এখন দু’জনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। বিপাশা বসু বর্তমানে তার প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। অন্যদিকে দিনো মরিয়াও তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে এগিয়ে চলেছেন।
দিনো মরিয়ার এই সাক্ষাৎকারে ফের উসকে দিয়েছে বলিউডের সেই পুরনো দিনের স্মৃতি। ফ্যানদের মনে পড়ে গেছে সেই সময়ের কথা, যখন বিপাশা ও দিনোর জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিল। যদিও তাদের প্রেম টেকেনি, কিন্তু এখনও তাদের ফ্যানদের মনে রয়ে গেছে সেই স্মৃতি।