
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানটিতে আগুন লাগার সময় ছয়জন ক্রুসহ ১৭৮ জন যাত্রী ছিলেন। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানায় উঠে নিরাপদে নামার চেষ্টা করেন। এ ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত মামুলি বলে জানা গেছে।
শুক্রবার (১৪ মার্চ) বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটি কলোরাডো স্প্রিংস থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমান সংস্থার একজন মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি অবতরণের পর গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় “ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়”। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা আতঙ্কিত অবস্থায় বিমানের ডানায় উঠে নিরাপদে নামার চেষ্টা করছেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বিমান সংস্থাটি জানিয়েছে, “১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্যকে বিমান থেকে নিরাপদে সরিয়ে টার্মিনালে স্থানান্তর করা হয়েছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
BREAKING: An American Airlines plane caught fire at Denver International Airport forcing passengers running.
Why does it seem like airline safety is plummeting under Trump? Maybe it’s because he’s making cuts to airline safety? pic.twitter.com/en9sK1hHuJ
— Ed Krassenstein (@EdKrassen) March 14, 2025
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটিকে নিরাপদে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। আগুন নিভে গেছে এবং কেউ গুরুতর আহত হয়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে, বার্তাসংস্থা এপির পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনায় ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এই ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। বিমান সংস্থাটি ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় আবারও বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত চালাচ্ছে।