
সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে ভিন রাজ্যের যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল শিক্ষিকার। এরপরই শুরু হয় ব্ল্যাকমেল। ব্যক্তিগত ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার হুমকি দিয়ে টাকা দাবি করত যুবক। মানসিক চাপে আত্মঘাতী হলেন শিক্ষিকা। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর ৩২-এর ওই শিক্ষিকা ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচিত হন। এরপরই বন্ধুত্বের সুযোগ নিয়ে যুবক ব্ল্যাকমেল করতে শুরু করে। টাকা না দিলে শিক্ষিকার ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন শিক্ষিকা।
গত ১১ মার্চ থেকে স্থানীয় একটি ব্যাংকের শাখা থেকে একাধিকবার টাকা ট্রান্সফার করেন তিনি। ব্যাংকের এক কর্মী সন্দেহ প্রকাশ করে শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, একটি পার্সেল আসার কারণে টাকা পাঠাচ্ছেন। তবে পরে জানা যায়, মহিলা অন্য শাখা থেকেও টাকা পাঠিয়েছিলেন।
শেষমেশ মানসিক চাপ সহ্য করতে না পেরে শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের সদস্যরা ঘরে ঝুলন্ত অবস্থায় শিক্ষিকাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শিক্ষিকার ৯ বছরের একটি সন্তান রয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে এবং প্রতারণা চক্রের সম্ভাবনা নিয়েও তদন্ত করা হচ্ছে।