জন্মদিনের আগেই আমিরের বাড়িতে হাজির সালমান-শাহরুখ, তিন তারকার মিলনে উচ্ছ্বাসে ভক্তরা

আমির খানের ৬০তম জন্মদিনের একদিন আগে তাঁর বাড়িতে পৌঁছেছেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান। তিন কিংবদন্তি অভিনেতার এই একত্রিত হওয়া ভক্তদের মধ্যে উৎসাহের ঝড় তুলেছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর বলিপাড়ায় চর্চা চলছে—এই আড্ডার পিছনে কি কোনো বড় কারণ লুকিয়ে আছে?

ভিডিওতে কী দেখা গেল?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন সালমান ও আমির। সালমান পরেছেন সাদা শার্ট, আর আমিরের গায়ে ছিল গ্রে টি-শার্ট। আমির বন্ধু সালমানকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আসেন। এরপর ক্যামেরায় ধরা পড়েন শাহরুখ খান। তবে ‘কিং খান’ এবারও হুডি ও ছাতা দিয়ে নিজেকে আড়াল করে রাখেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

জন্মদিনের আগে আড্ডা
আগামীকাল, ১৪ মার্চ, ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগে শাহরুখ ও সালমানের সঙ্গে এই মিলন কি শুধুই জন্মদিনের উৎসব, নাকি অন্য কোনো পরিকল্পনা? এই প্রশ্নই ঘুরছে ভক্ত ও বলিপাড়ার মনে। এর আগে তিন তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল গত বছর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। সেখানে ‘নাটু নাটু’ গানে তাঁদের নাচ ভাইরাল হয়েছিল।

একসঙ্গে ছবির স্বপ্ন
সেই অনুষ্ঠানে আমির বলেছিলেন, “তিনজনের একসঙ্গে অভিনয়ের কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা যদি একটা ছবি না করি, তাহলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে একমত হয়েছিল।” তিনি আরও জুড়েছিলেন, “তবে আমাদের তিনজনকে একসঙ্গে আনতে ভালো গল্প ও চিত্রনাট্য দরকার।” ভক্তরা এখন আশায় বুক বাঁধছেন, তিন তারকার এই মিলন কি সেই স্বপ্নের প্রথম ধাপ?

তিন তারকার বর্তমান প্রজেক্ট
আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত। শাহরুখ ‘ডাঙ্কি’র পর সুজয় ঘোষের ‘কিং’-এ অভিনয় করছেন, যেখানে তাঁর মেয়ে সুহানাও থাকবেন। অন্যদিকে, সালমান আসছেন এআর মুরুগাদোসের ‘সিকান্দার’ নিয়ে। তবে ভক্তদের আসল কৌতূহল—এই তিন মহারথী কবে এক ফ্রেমে বড় পর্দায় হাজির হবেন।

ভক্তদের উচ্ছ্বাস
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখছেন, “এক ফ্রেমে তিন কিংবদন্তি—এর থেকে বড় উপহার আর কী হতে পারে!” আরেকজন মন্তব্য করেছেন, “আমিরের জন্মদিনে শাহরুখ-সালমানের সঙ্গে দেখা মানে বড় কিছু আসছে।” তিন তারকার এই আড্ডা কেবল জন্মদিনের উদযাপনই নয়, ভবিষ্যতের কোনো বড় প্রজেক্টের ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy