যানজট, রাস্তা চলাই দায়! টোটো নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের

বিগত কয়েক বছরে ব্যাটারিচালিত টোটো পশ্চিমবঙ্গের রাস্তায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। কম খরচে, সহজলভ্য এই পরিবহন ব্যবস্থার ফলে সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ বাহন। তবে, এই টোটোর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে, যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার।

বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকার এবার থেকে টোটোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করছে। টোটোগুলিকে স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে এবং কীভাবে চললে যানজট কম হবে, তার জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, টোটো নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করা হবে, যেখানে পুরসভা, ট্রাফিক, নোডাল এজেন্সি এবং ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি নির্ধারণ করবে, কোন রুটে কত দূর পর্যন্ত টোটো চলাচল করবে।

পরিবহন মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “যানজট হলেও তো টোটো তুলে দেওয়া যায় না। কারণ, ওদের রুটি রুজির ব্যাপার। তাই নিয়ন্ত্রণের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে।”

বিধানসভায় পরিবহন মন্ত্রী আরও উল্লেখ করেন, করোনার পর বহু রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানে তিনি বিধায়কদের কাছে অনুরোধ করেন, যে সব রুটে বাস পরিষেবা বন্ধ হয়েছে, তার তালিকা পাঠানোর জন্য। সেই তালিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে, তিনি এটাও স্পষ্ট করে দেন যে, যাত্রী ছাড়া বাস চালানো সম্ভব নয়।

রাজ্যের এই নতুন উদ্যোগ টোটো সমস্যার সমাধানে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে। তবে পরিবহন মন্ত্রকের এই পদক্ষেপ যানজট কমাতে এবং সাধারণ মানুষের জীবিকা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy