SPORTS: আইপিএল শুরুর আগেই চোট, ক্রাচে ভর করে হাঁটতে হাঁটতে কোচিং দ্রাবিড়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুমের উদ্বোধন হতে চলেছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। তবে এর আগেই রাজস্থান রয়্যালস (আরআর) দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে আলোচনার শেষ নেই। আহত অবস্থায় ক্রাচের সাহায্যে মাঠে প্রশিক্ষণ দিতে দেখা গেছে তাঁকে, যা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে।

দ্রাবিড়ের আহত পা, তবু অটল নিষ্ঠা
রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় সম্প্রতি বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় আহত হয়েছেন। তাঁর বাম পায়ে ওয়াকার বুট বাঁধা থাকলেও, তিনি ক্রাচের সাহায্যে দলের প্রশিক্ষণে যোগ দিয়েছেন। রাজস্থান ফ্র্যাঞ্চাইজি নিজেই এই ভিডিও শেয়ার করে জানিয়েছে, “হেড কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে আহত হয়েছেন। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আজ জয়পুরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।” সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দ্রাবিড়ের এই নিষ্ঠা ও দলের প্রতি ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ। একজন ভক্ত লিখেছেন, “দ্য ওয়ালকে স্যালুট। আহত অবস্থাতেও দলের জন্য এমন আবেগ অসাধারণ।”

আইপিএল ২০২৫-এ রাজস্থানের যাত্রা
রাজস্থান রয়্যালসের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম জিতে শিরোপা ঘরে তুললেও, এরপর আর কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি দলটি। এবার দ্রাবিড়ের কোচিংয়ে দলটি দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে। রাজস্থানের প্রথম ম্যাচ ২৩ মার্চ, সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে, যা হবে হায়দ্রাবাদে।

রাজস্থানের স্কোয়াড
রাজস্থান রয়্যালসের ২০২৫ সালের দলে রয়েছেন: সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, মাহিশ তিক্ষণা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, নীতিশ রানা, তুষার দেশপাণ্ডে, শুভম দুবে, যুধবীর সিং, ফজলহক ফারুকি, বৈভব সূর্যবংশী, কুয়েনা এমফাকা, কুনাল রাঠোড় এবং অশোক শর্মা।

রাজস্থানের পূর্ণাঙ্গ সময়সূচী
২৩ মার্চ: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, হায়দ্রাবাদ
২৬ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, গুয়াহাটি
৩০ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস, গুয়াহাটি
৫ এপ্রিল: পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস, চণ্ডীগড়
৯ এপ্রিল: গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, আহমেদাবাদ
১৩ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, জয়পুর
১৬ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, দিল্লি
১৯ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস, জয়পুর
২৪ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস, বেঙ্গালুরু
২৮ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স, জয়পুর
১ মে: রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, জয়পুর
৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, কলকাতা
১২ মে: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, চেন্নাই
১৬ মে: রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস, জয়পুর

দ্রাবিড়ের প্রত্যাবর্তন
রাহুল দ্রাবিড় এর আগে ২০১২ ও ২০১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন এবং ২০১৪-১৫ সালে দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর তিনি আবার রাজস্থানের দায়িত্ব নিয়েছেন। আহত অবস্থাতেও তাঁর প্রশিক্ষণে নামা ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছে। আইপিএল ২০২৫-এ দ্রাবিড়ের নেতৃত্বে রাজস্থান কীভাবে পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy