
ফের বাড়ল চালের দাম। কেজি প্রতি চার থেকে ছ’টাকা বেড়েছে মিনিকেট চালের দাম। গত দুই মাসে গড়ে চালের দাম বেড়েছে ১৫ থেকে ১৮ টাকা। রাইসমিল অ্যাসোসিয়েশন স্বীকার করেছে, মিডিয়েটারদের কারণেই এই মূল্যবৃদ্ধি।
শস্যগোলা পূর্ব বর্ধমানে মিনিকেট চালের দাম একলাফে ১০-১২ টাকা বেড়েছে। একই সঙ্গে গোবিন্দভোগ সহ অন্যান্য চালের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতারা যেমন অসন্তুষ্ট, তেমনই খুচরো ব্যবসায়ীরাও লাভের বদলে লোকসানের মুখে পড়ছেন।
মিনিকেট চালের দাম বর্তমানে ৬৪-৬৫ টাকা প্রতি কেজি, যেখানে মাস দু’য়েক আগে ছিল ৫০ টাকা। রত্না চালের দাম ৪৩ থেকে বেড়ে ৫০-৫২ টাকা, আর গোবিন্দভোগ ৬৫-৭০ টাকা থেকে বেড়ে এখন ১০০ টাকা প্রতি কেজি।
রাইসমিল অ্যাসোসিয়েশনের ট্রেজারার কাঞ্চন সোম জানান, “রাইসমিল থেকে যে দামে চাল বিক্রি হয়, তার থেকে অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। মাঝের দালাল চক্রের কারণেই এই মূল্যবৃদ্ধি।”
সরকারি হস্তক্ষেপের দাবি উঠছে, যাতে কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লোটার প্রবণতা বন্ধ করা যায়।