“এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখুন সমস্ত অপ্রয়োজনীয় আলো”, রাজ্যবাসীর কাছে আহ্বান জানালেন রাজ্যপাল

আগামী শনিবার, রাত ৮:৩০ থেকে ৯:৩০—এই এক ঘণ্টার জন্য সমস্ত অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখার আহ্বান জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিবেশ রক্ষার বার্তা দিতে রাজভবনও অংশ নেবে এই উদ্যোগে।

পরিবেশের জন্য এক ঘণ্টা

রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রাজ্যপাল বলেন, “আসুন, আমরা সকলে মিলে ‘আর্থ আওয়ার’ পালন করি। মাত্র এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে পরিবেশ রক্ষার সংকল্প করি।”

কী এই ‘আর্থ আওয়ার’?

বিশ্ব বন্যপ্রাণী তহবিল (WWF)-এর উদ্যোগে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘আর্থ আওয়ার’ উদযাপন শুরু হয়। এই দিনে বিশ্বজুড়ে মানুষ অপ্রয়োজনীয় আলো নিভিয়ে পরিবেশের প্রতি সচেতনতার বার্তা দেন। মূল লক্ষ্য—অতিরিক্ত শক্তি ব্যবহার কমানো ও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা।

রাজ্যপালের বার্তা

রাজ্যপাল বলেন, “মা ধরিত্রী আমাদের রক্ষা করেন, আমাদের খাদ্যের জোগান দেন। অথচ আমরা নিজেদের লোভের কারণে প্রকৃতির অপব্যবহার করছি। সভ্যতা ও প্রযুক্তির বিকাশের ফলে কার্বন নির্ভরতা বেড়েছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই আমাদের উচিত এই ‘আর্থ আওয়ার’-এ অংশ নিয়ে প্রকৃতিকে রক্ষার প্রতিশ্রুতি নেওয়া।”

সবাইকে সচেতন হওয়ার ডাক

এই বিশেষ মুহূর্তে রাজ্যপাল সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনের প্রতিও জোর দিতে বলেছেন। শুধু এক ঘণ্টার জন্য আলো বন্ধ রাখাই নয়, বরং নিয়মিত শক্তি সাশ্রয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেছেন।

আপনার কাছেও আহ্বান—এই শনিবার, রাত ৮:৩০ থেকে ৯:৩০, পৃথিবীর জন্য এক ঘণ্টা!

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy