
ভাইরাল ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ এখন শুধুমাত্র সামাজিক মাধ্যমের ট্রেন্ড নয়, বাংলার রাজনৈতিক আঙিনায় তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি প্রচারের অস্ত্র হয়ে উঠেছে। নদিয়ায় প্রথম বিজেপিকে খোঁচা দিয়ে এই গানের প্যারোডি বানিয়েছিল তৃণমূল। এবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই প্যারোডি গানের সুরে তোপ দেগেছে বিজেপি।
সম্প্রতি, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি একটি প্যারোডি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হয়েছে।
বিজেপির গানের ভাষায়,”দুই জন মিলে উন্নয়নের কথা মুখে বলেছিলে… টাকার লোভে কী করেছ, চাতাল ভেঙে দিলে। ছিঃ ছিঃ ছিঃ রে ব্যানার্জি…”এই গানের মাধ্যমে বিজেপি রাজ্য সরকারের দুর্নীতি এবং উন্নয়ন নীতিকে কটাক্ষ করেছে।জানা গিয়েছে, তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ধ্বংস করে নির্মাণ কাজের প্রতিবাদ জানাতেই এই গান গেয়েছিলেন বিজেপি কর্মীরা।নদিয়ায় তৃণমূলের প্রথম ব্যবহার, বিজেপিকে খোঁচা দিতে ‘ছিঃ ছিঃ ননী’এর আগে নদিয়ার বগুলার ২ নম্বর পঞ্চায়েতে তৃণমূল বিজেপিকে নিশানা করতে এই গান ব্যবহার করেছিল।
ছি: ছি: ছি: রে ( মমতা) ব্যানার্জি
— Tarunjyoti Tewari (@tjt4002) March 11, 2025
পোস্টারে লেখা হয়েছিল,”চেয়ারে বসে দেড় বছরে করলি সোনা এ কী? / হাজার পাঁচেক জাল সার্টিফিকেট বেচে নিজের ভাগে কত পেয়েছিস?”তৃণমূলের দাবি, পঞ্চায়েতে ৫,০০০ জাল নথি বিক্রির অভিযোগে কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।কোন গানের প্যারোডি এই ‘ছিঃ ছিঃ ননী’ গান?’ছিঃ ছিঃ ননী’ গানটি ওড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারীর গাওয়া।
এটি প্রথম রেকর্ড হয় ১৯৯৫ সালে এবং পরে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়।মূল ওড়িয়া গানে সম্পত্তি ও ভালোবাসার মূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করা হয়েছে, যা বাংলার রাজনীতিতে এখন ব্যঙ্গাত্মক গানে পরিণত হয়েছে।
রাজনৈতিক বিতর্কের নতুন হাতিয়ার!এই গান এখন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তৃণমূল ও বিজেপি একই গান ব্যবহার করে একে অপরকে আক্রমণ করছে। নির্বাচনের আগে এই গানের ব্যবহার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।