সাইকেল ছুড়ে ‘ডাকাত’ ধরার চেষ্টা সাহসী বালকের! ভাইরাল ভিডিও

একটি চিপাগলির ভেতর সাইকেল চালিয়ে আসছিল এক বালক। এমন সময় মোটরসাইকেলে চড়ে সন্দেহভাজন এক ডাকাত অথবা ছিনতাইকারীকে এগিয়ে আসতে দেখে সে। এমন অবস্থায় বেশিরভাগ শিশুই ভয় পেয়ে যাওয়ার কথা। কিন্তু ওই বালক তেমনটি নয়। সে দারুণভাবে নিজের বুদ্ধি আর সাহস কাজে লাগায়।
সন্দেহভাজন ডাকাতকে এগিয়ে আসতে দেখে ঝটপট সাইকেল থেকে নেমে গলির একপাশে দাঁড়িয়ে যায় ছেলেটি। কিন্তু এরপর যা করে তা অনেকটাই অপ্রত্যাশিত!
সন্দেহভাজন ডাকাতের মোটরসাইকেলের সামনে হঠাৎ নিজের সাইকেলটি ঠেলে দেয় বালক। তাতে ধাক্কা লেগে মুখ থুবড়ে পড়ে মোটরসাইকেলআরোহী। তবে আঘাত পাওয়া সত্ত্বেও দ্রুত উঠে দৌড় দেয় সেই ব্যক্তি।
ঘটনা এখানেও শেষ হয়নি। সন্দেহভাজন ডাকাতকে ভূপাতিত করে প্রথমে কিছুটা পিছিয়ে আসে ছেলেটি। তবে অন্যদের এগিয়ে আসতে দেখে আবারও সাহসী হয়ে ওঠে সে। এরপর বাকিদের পেছনে ফেলে সবার আগে ‘ডাকাত’ ধরতে দৌড় দেয় বালক।
সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, এটি ভারতের গুজরাটের ফাতেপুরা এলাকার ঘটনা। তবে সেটি কবে ঘটেছে, অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরোনো, তা জানা যায়নি।
এতে অবশ্য ওই বালকের প্রশংসার কোনো কমতি হয়নি। একবাক্যে সবাই মেনে নিয়েছেন, ছেলেটি যেমন বুদ্ধিমান, তেমন সাহসী।
This Kid stopped a robber by throwing his bicycle Infront of his bike 🤯 pic.twitter.com/Q8zceCVMb0
— Taimoor Zaman (@taimoorze) August 6, 2022
সূত্র: জিও নিউজ