“সরকারি কাজ আরও দ্রুত করতে”-আমেরিকায় মাস্কের নেতৃত্বে চলছে AI ব্যবহার

কিছু সরকারি কাজ আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ব্যবহার শুরু করেছে মার্কিন সংস্থা ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই। এ সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক।

আমেরিকা প্রযুক্তি ম্যাগাজিন ওয়্যার্ড প্রতিবেদনে লিখেছে, ডিওজিই-এর অধীন ‘জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিএসএ সংস্থার কর্মীরা যারা সরকারি রিয়েল এস্টেট ও নির্দিষ্ট আইটি সংশ্লিষ্ট কাজ পরিচালনা করেন তাদের বিভিন্ন কাজকে স্বয়ংক্রিয় করতে সহায়তার লক্ষ্যে ‘জিএসএআই’ নামের এক চ্যাটবট দিয়েছে সংস্থাটি।

এক অভ্যন্তরীণ মেমোতে ডিওজিই কর্মীদের বলেছে, “ইমেইলের খসড়া, আলোচনার বিষয়, বার্তার সারসংক্ষেপ ও কোড লিখতে” ব্যবহার করা যেতে পারে এ চ্যাটবটটিকে। এতে ডিফল্ট হিসেবে ‘ক্লড হাইকু ৩.২’, ‘ক্লড সনেট ৩.৫ ভি২’ ও মেটার ‘লামা ৩.২’ নামের তিনটি এআই মডেল ব্যবহারের সুযোগ রয়েছে কর্মীদের।

মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স ও বিদ্যুচ্চালিত গাড়িনির্মাতা টেসলা প্রধান নির্বাহী মাস্ক বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আদেশে তিনিই সরকারি ব্যয় ও অপচয় কমানোর উদ্দেশ্যে বানানো ডিওজিই’র কার্যক্রম দেখভাল করছেন।

এ সপ্তাহে এনপিআর প্রতিবেদনে লিখেছে, মার্কিন ফেডারেল সরকারের গণহারে কর্মী ছাঁটাইয়ের কারণে যেসব সংস্থা ক্ষতির মখে পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ‘জিএসএ’।

এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি। যার মধ্যে তাদের প্রযুক্তি শাখার প্রায় ৯০ জন কর্মী রয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ওয়্যার্ড।

গত মাসে ছোট পরিসরে এ চ্যাটবটটি নিয়ে পরীক্ষা শুরু করে ডিওজিই। ওই সময় প্রায় দেড় হাজার কর্মী এটি ব্যবহারের সুবিধা পেয়েছেন, যারা এখন পুরোদমে চ্যাটবটটি ব্যবহার করছেন। তবে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের তৈরি এই নতুন সংস্থাটির।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy