‘ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে’ AI-মডেল বানাচ্ছে মাইক্রোসফট?

ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

কোম্পানিটি এসব এআই মডেল ডেভেলপারদের কাছে বিক্রি করতে পারে বলে এ উদ্যোগের সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ইনফরমেশন।

প্রতিবেদন বলছে, চ্যাটজিপিটির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নিজেদের সফটওয়্যার কোপাইলট-এ এক্সএআই, মেটা ও ডিপসিক-এর মতো নানা এআই মডেল নিয়ে পরীক্ষা শুরু করেছে মাইক্রোসফট।

ডিসেম্বরে রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, ফ্ল্যাগশিপ এআই পণ্য ‘মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট’কে শক্তিশালী করতে অভ্যন্তরীণ ও তৃতীয় কোনো পক্ষের এআই মডেল যোগ করার লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি, যাতে ওপেনএআইয়ের প্রযুক্তির তুলনায় বৈচিত্র্য আনার পাশাপাশি খরচ কমানো যায় মাইক্রোসফটের।

‘মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট’ বাজারে আসে ২০২৩ সালে। ওই সময় এ সফটওয়্যারটি বিক্রির বড় কারণ ছিল, এতে ওপেনএআইয়ের জিপিটি ৪ মডেলের ব্যবহার।

ইনফরমেশনের প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির ভেতরে ‘এমএআই’ নামে পরিচিত নতুন এক এআই মডেলের প্রশিক্ষণ শেষ করেছে মুস্তফা সুলেমানের নেতৃত্বে মাইক্রোসফটের এআই বিভাগ। এ মডেলটি ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো বিভিন্ন এআই মডেলের মতোই কার্যকর হবে।

সুলেইমানের দলটি এআই মডেলকে ‘চেইন-অফ-থট’ কৌশল ব্যবহার করে প্রশিক্ষণ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইনফরমেশন।

এটি এমন যুক্তি প্রক্রিয়া, যা বিভিন্ন জটিল সমস্যা সমাধানের জন্য সময় নিয়ে সক্ষমতার সঙ্গে এর উত্তর তৈরি করতে পারে। আর এ প্রক্রিয়ার সঙ্গে মিল রয়েছে ওপেনএআইয়ের এআই মডেলের।

এ বছরের শেষ দিকে এমএআইয়ের মডেল বাজারে আনতে পারে মাইক্রোসফট, যা বাইরের ডেভেলপারদের কাছেও বিক্রি করবে কোম্পানিটি।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মাইক্রোসফট ও ওপেনএআই।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy