উধাও হয়ে যাচ্ছে গ্রাহকদের FD-এর টাকা! বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ

মধ্যপ্রদেশের বেতুলে এক বড় বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, ব্যাঙ্কের কিছু কর্মী আইপিএল-এ বেটিং করার জন্য গ্রাহকদের ফিক্সড ডিপোজিট (FD) ও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অবৈধভাবে ব্যবহার করেছেন। ইতিমধ্যেই ৬ জন গ্রাহক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
সূত্রের খবর, ব্যাঙ্ক কর্মীরা বিভিন্ন কৌশলে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগগুলির মধ্যে রয়েছে:
জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে অবৈধ লেনদেন
সেলফ ইস্যু চেক বানিয়ে টাকা তোলা
অনলাইন ট্রান্সফারের মাধ্যমে টাকা গায়েব করা
একজন গ্রাহক জানিয়েছেন, মেয়ের বিয়ের জন্য জমানো ৫ লক্ষ টাকা তাঁর FD থেকে উধাও হয়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁদের নামে ভুয়ো ক্রেডিট কার্ড বানিয়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, প্রথমে স্থানীয় পুলিশ তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করে। পরে তাঁরা জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপের আবেদন করেন।
প্রসঙ্গত, এটি প্রথম নয়—এর আগেও ওই একই শাখার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
প্রতারণার শিকার গ্রাহকরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে তাঁদের টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা চান, এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।