গভীর রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত ব্যক্তির ‘যৌনাঙ্গ কেটে পালাল দুষ্কৃতীরা’, চাঞ্চল্য এলাকা জুড়ে

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে বেহুঁশ করে তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে পালিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার মধ্যরাতে গাজিয়াবাদের বামহেতা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি রাতের বেলা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁকে চেপে ধরে এবং নেশাজাতীয় মাদক প্রয়োগ করে বেহুঁশ করে দেয়। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়।
আক্রান্ত ব্যক্তির ছেলে জানান, ‘যৌনাঙ্গ কেটে নেওয়ার পর দুষ্কৃতীরা বাবার মুখে ও চোখে জল ছিটিয়ে দেয়, ফলে তাঁর জ্ঞান ফিরে আসে। এরপর বাবা চিৎকার শুরু করলে আমরা ছুটে আসি, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।’
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁকে মীরাটে স্থানান্তর করা হয়েছে। আক্রান্তের পরিবার অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তি দুষ্কৃতীদের মধ্যে একজনকে ‘পারো গুরু’ নামে কারও সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলেন। কথোপকথনের একপর্যায়ে অপরাধীরা বলে, ‘কাজ শেষ।’
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করেছে। এর মধ্যে রয়েছে:
🔹 ১০৯(১) – খুনের চেষ্টা
🔹 ১১৮(২) – বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে আঘাত করা
🔹 ৩৩৩ – ঘরে অনুপ্রবেশ
🔹 ৬১(২) – অপরাধমূলক ষড়যন্ত্র
ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ অঞ্চল) সুরেন্দ্রনাথ তিওয়ারি জানান, ‘আমাদের দল সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে। আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, তিনি চিকিৎসাধীন। মামলার তদন্ত চলছে, খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে।’
এই নৃশংস ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে দুষ্কৃতীদের খুঁজে বের করে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।