‘ভাল লেগেছে তাই…’- বউয়ের সামনেই ট্রেনে অচেনা পুরুষযাত্রীকে চুম্বন আরেক পুরুষের, ভাইরাল ভিডিও

দূরপাল্লার ট্রেনে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সাধারণত মহিলারা যৌন হেনস্থার শিকার হন বলে অভিযোগ উঠে, কিন্তু এবার এক পুরুষ যাত্রী যৌন হেনস্থার অভিযোগ করলেন আরেক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিনা অনুমতিতে সহযাত্রীর গায়ে আপত্তিকরভাবে হাত দেন এবং হঠাৎ চুমু খান।
ঘটনাটি ঘটেছে পুণে-হাতিয়া এক্সপ্রেসে। নির্মল মিশ্র নামে এক ব্যক্তি এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছেন। ভিডিয়োতে তিনি জানান, যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন এবং চুমু খান।
অভিযোগকারীর কথায়, তিনি অভিযুক্তকে জিজ্ঞেস করেন, কেন এমন আচরণ করলেন? উত্তরে অভিযুক্ত জানান, “ভাল লেগেছে, তাই করেছি। ভুল হয়ে গিয়েছে, ছেড়ে দিন।”
The guy kissed another guy in train while sleeping.
Then said- “maaf kardo, chhod de”All the bystanders are not even taking this seriously until the man started to get beaten. pic.twitter.com/YtQP3P7cG2
— ShoneeKapoor (@ShoneeKapoor) March 4, 2025
এই ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী পাশে ছিলেন এবং গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নির্লিপ্তভাবে বসে আছেন এবং অনুতপ্ত নন। অভিযোগকারী প্রশ্ন তোলেন, “যদি কোনও মহিলা যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটত, তবে সবাই প্রতিবাদ করত, পুলিশে খবর দিত। কিন্তু যেহেতু আমি পুরুষ, তাই কেউ প্রতিবাদ করছে না।”
নির্মল মিশ্র জানিয়েছেন, তিনি রেল পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে এবং ট্রেনে যাত্রী সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।