রিলায়েন্স, আম্বানির পার্টনারদের থেকে ২৪৫০০ কোটি ক্ষতিপূরণ দাবি করল কেন্দ্রীয় সরকার

দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তাদের দুই সহযোগী সংস্থা বিপি এক্সপ্লোরেশন ও নিকোর থেকে ২.৮১ বিলিয়ন ডলার (প্রায় ২৪,৫০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করল কেন্দ্রীয় সরকার। কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় ‘কেজি ডি৬’ ব্লকে গ্যাস উত্তোলন সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই দাবি জানানো হয়েছে বলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৬ সালে ভারত সরকার রিলায়েন্স এবং তাদের পার্টনারদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা ওএনজিসি-র নিকটবর্তী ব্লক থেকে বেআইনিভাবে গ্যাস উত্তোলন করেছে। এই কারণে তখন ১.৫৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়। রিলায়েন্স সেই দাবির বিরুদ্ধে আপিল করে এবং ২০১৮ সালে ট্রাইবুনাল তাদের পক্ষেই রায় দেয়।

তবে কেন্দ্র এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের একক বেঞ্চে মামলা দায়ের করে। ২০২৩ সালে সেই বেঞ্চও ট্রাইবুনালের রায় বহাল রাখে। এরপর সরকার ডিভিশন বেঞ্চে যায় এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একক বেঞ্চের রায় খারিজ করে রিলায়েন্সের বিরুদ্ধে রায় দেয় দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

দিল্লি হাইকোর্টের রায়ের পরই রিলায়েন্স তাদের শেয়ার বাজারের ফাইলিংয়ে জানিয়েছে যে, তারা আইন বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়েছে এবং মনে করছে, এই রায় স্থায়ী হবে না। ফলে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থা।

রিলায়েন্স আরও জানিয়েছে, দিল্লি হাইকোর্টের রায়ের ফলে তাদের ওপর কোনও বড় আর্থিক বোঝা চাপবে না এবং তারা আইনি লড়াই চালিয়ে যাবে।

এই মামলার ফলে রিলায়েন্সের শেয়ার দামে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও সংস্থার দাবি, এই মামলার কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রমে তেমন কোনও প্রভাব পড়বে না।

এখন দেখার, সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে কী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত।