যাদবপুর ভারপ্রাপ্ত উপাচার্যের স্বাস্থ্য উদ্বেগ, রক্তচাপ ওঠানামায় স্ত্রী ছুটলেন হাসপাতালে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংঘটিত ঘটনার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসকরা তাঁকে ১০ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও, বুধবার সকালে তাঁর রক্তচাপ ওঠানামা করায় স্ত্রী কেয়া গুপ্ত তাঁকে কলকাতার বাইপাস এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবার।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে এবং এই গণ্ডগোলের সময় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেন।
মঙ্গলবার ভার্চুয়ালি শিক্ষক সংগঠন ও বিশ্ববিদ্যালয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও, বুধবার সকালে তাঁর রক্তচাপ ওঠানামা করায় হাসপাতালে নেওয়া হয়। তাঁর স্ত্রী কেয়া গুপ্ত জানান, ২০১৫ সালে ভাস্কর গুপ্ত একবার গুরুতর অসুস্থ হয়ে ৭ দিন আইসিইউতে কাটিয়েছিলেন। এবারও তাঁর স্বাস্থ্য নিয়ে পরিবার চিন্তিত।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানিয়েছেন। তাঁরা বুধবার বিকেল ৪টার মধ্যে এই বৈঠক না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে উপাচার্যের স্বাস্থ্য পরিস্থিতির কারণে এই বৈঠক হওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এই পরিস্থিতিতে পড়ুয়াদের আন্দোলন কোন দিকে মোড় নেয়, তা এখনই বলা যাচ্ছে না। তবে উপাচার্যের স্বাস্থ্য সুরক্ষাই এখন পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মূল লক্ষ্য।